Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখ পুত্রের গোল্ড মেডেল জয়


১০ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪২

বলিউড বাদশা শাহরুখ খান সবসময়ই তার সন্তানদের নিয়ে উচ্চকন্ঠ, বিশেষ করে তাদের প্রাপ্তি সবসময়ই তাকে আনন্দিত করে। তিনি তা প্রকাশও করেন। সম্প্রতি তার ছোট পুত্র আব্রাম খান সম্প্রতি স্কুলের ক্রীড়া প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে। জিতে নিয়েছে করেছে গোল্ড মেডেল।

আব্রাম খানের এই গোল্ড মেডেল প্রাপ্তিতে এক ইনস্টাগ্রাম পোস্টে শাহ্‌রুখ জানিয়েছেন, তার চেয়ে তার সন্তানরা অনেক বেশী যোগ্য। ইতোমধ্যেই তার চেয়ে বেশী পুরস্কার তারা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি চান আগামীতেও যেনো তাদের এই অর্জন অব্যাহত থাকে। তাদের প্রশিক্ষণ এবং কঠোর পরিশ্রমকেও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

https://www.instagram.com/p/B8V1y9BFwJR/

উল্লেখ করা যায় যে, শাহরুখ খানের তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রাম কিরন উপধ্যায় নামের একজন কোচের অধীনে দীর্ঘদিন ধরে তায়াকোন্দের প্রশিক্ষণ নিচ্ছে।

আব্রাম খান গোল্ড মেডেল তায়াকোন্দ শাহ্রুখ খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর