রোববার শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব
৮ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩০ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ১১:১৭
শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৬’। এ বছর উৎসবের ১৯তম আসরে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশি কালজয়ী চলচ্চিত্রের ফেস্টুন ও চলচ্চিত্র কুশলীদের তথ্যচিত্র দেখানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আগামী ২৬ থেকে ৩০ মাঘ (৯ থেকে ১৩ ফেব্রুয়ারি) পাঁচ দিনব্যপী চলবে এই উৎসব। এখানে প্রদর্শিত হবে দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদী ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্র প্রদর্শনী টিকেটের শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ৩০ টাকা।
রোববার (৯ ফেব্রুয়ারি) উৎসবের উদ্বোধন করবেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এছাড়াও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মডারেটর অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার শেমীসহ চলচ্চিত্র ব্যক্তিত্বরা।
উৎসব চলাকালীন পশ্চিমবাংলার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্ত (১২ ফেব্রুয়ারি), নির্মাতা হাসিবুর রেজা কল্লোল (১১ ফেব্রুয়ারি), ন ডরাই, ইতি তোমারি ঢাকা, কাঠবেড়ালী চলচ্চিত্রের কলা-কুশলী এবং প্রমুখ চলচ্চিত্র ব্যক্তিরা উৎসব প্রাঙ্গণে উপস্থিত থাকবেন।
উৎসবের শেষদিন প্রতিবারের মতো উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন স্মরণে অনুষ্ঠিত হবে ‘হীরালাল সেন পদক’ প্রদান এবং সমাপনী অনুষ্ঠান। গত বছরে মুক্তিপ্রাপ্ত সেরা চলচ্চিত্রটি ‘হীরালাল সেন পদক’ এ ভূষিত হবে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান।
আমার ভাষার চলচ্চিত্র আমার ভাষার চলচ্চিত্র ১৪২৬ চলচ্চিত্র উৎসব টপ নিউজ টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়