Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাঙ্গীরনগরে ‘কাঠবিড়ালী’


৬ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪৫

নিয়ামুল মুক্তার প্রথম চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’। মুক্তির পর বেশ প্রশংসিত হয়েছে ছবিটি। ১৭ জানুয়ারি মুক্তির পর এখন চলছে ৮টি সিনেমা হলে। এবার ছবিটির বিশেষ প্রদর্শনী হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির সিনে সোসাইটি।

বিশেষ প্রদর্শনীটি হবে আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগরের জহির রায়হান মিলনায়তনে। শো হবে প্রতিদিন বিকেলে ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায়। টিকেটের মূল্য ৫০টাকা।

বিজ্ঞাপন

তাসনিমুল তাজের চিত্রনাট্য এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শুটিং। নানা ধাপে টানা দুই বছর চিত্রায়ণের পর মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন। আরও অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান।

প্রেম ও দ্রোহের গল্প নিয়ে নির্মিত সিনেমাটির প্রিমিয়ার গত ২৭ ডিসেম্বর পাবনার ভাঙ্গুরা উপজেলার গজারমারা গ্রামে অনুষ্ঠিত হয়। এ অঞ্চলেই হয়েছিল ছবির বেশিরভাগ শুটিং।

অর্চিতা স্পর্শিয়া আসাদুজ্জামান আবীর কাঠবিড়ালী নিয়ামুল মুক্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর