Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুত্বের দাম দিলেন অজয়


৬ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৭
বাজারে শক্ত গুঞ্জন ছিলো অজয় দেবগন এস এস রাজমৌলির ‘আরআরআর’-এ ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য বিশাল অর্থ নিচ্ছেন। কিন্তু বলিউড হাঙ্গামার দাবি, তাদেরকে একটি শক্তিশালী সূত্র জানিয়েছে অজয় নাকি ছবিটি করছেন সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে।
জানা গেছে, রাজমৌলি যখন অজয় দেবগনকে চরিত্রটির জন্য অফার করেন তখন তিনি চেয়েছিলেন রামচরন তেজা ও এনটিআর জেআরকে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য যে পরিমাণ অর্থ দিয়েছিলেন সেই পরিমান অর্থ অজয়কেও দেবেন। কিন্তু অজয় কোনও অর্থ নিতে রাজি না হয়ে বলেন, ‘আমাদের সম্পর্কটা বন্ধুত্বের। এর জন্য টাকা নেওয়ার কোন মানে হয় না।’
অজয় দেবগানের সাথে রাজমৌলির সম্পর্ক বেশ পুরনো। তাদের পরিচয় হয়েছিলো রাজমৌলির ‘ইগা’ যখন হিন্দিতে ডাবিং করে ‘মাকখী’ নামে মুক্তি দেওয়া হয়েছিলো সেই সময়ে।
অজয় ‘মাকখী’ অনেক পছন্দ করেছিলো এবং চেয়েছিলো রাজমৌলি যেন তার জন্য হিন্দি ছবি নির্মাণ করেন। আট বছর পরে অবশেষে তারা দুজন একসাথে আসছেন।

বিজ্ঞাপন

অজয় দেবগন আরআরআর রাজমৌলি