ফেসবুক সিওও’র আংটি বদল
৪ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৩ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৮
সম্প্রতি আংটি বদল করেছেন ফেসবুকের দ্বিতীয় প্রধান কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। মার্কেটিং এক্সিকিউটিভ টম বার্নথলের সঙ্গে এঙ্গেজমেন্টের ঘোষণা দেন তিনি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) নিজস্ব ফেসবুক পেইজে আংটিবদলের একটি ছবি পোস্ট করে টম বার্নথলের উদ্দেশ্যে লেখেন, ‘এনগেজড!!! টম বার্নথল, তুমিই আমার সবকিছু। আমার পক্ষে তোমাকে এর চেয়ে বেশি ভালোবাসা সম্ভব না।’
এই পোস্টে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহি মার্ক জুকারবার্গ এই জুটিকে অভিনন্দন জানিয়ে একটি কমেন্ট করেন। জুকারবার্গ লেখেন, ‘অভিনন্দন! তোমরা দু’জন দু’জনের জন্য অসাধারণ এবং আমি তোমাদের জন্য অত্যন্ত আনন্দিত।’
ফেসবুকের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা হওয়ার পাশাপাশি ২০১৫ সালের সর্বাধিক বিক্রিত নারীবাদী বই ‘লিন ইনে’র লেখক তিনি। তার প্রথম স্বামী ডেভিড গোল্ডবার্গের মৃত্যুর পর বইটি লিখেছিলেন তিনি।
আসছে আগস্টে ৫১ তম জন্মদিন উদযাপন করতে যাচ্ছেন শেরিল।
আংটি বদল টম বার্নথল ফেসবুক মার্ক জুকারবার্গ শেরিল স্যান্ডবার্গ