এলো ‘পরাণ’ এর টিজার
৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪১ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৮
তরুণ নির্মাতা রায়হান রাফির প্রথম ছবি ‘পোড়ামন ২’ ছিলো রোমান্টিক। মাঝে বানিয়েছিলেন থ্রিলার ঘরানার ‘দহন’। ‘পরাণ’ দিয়ে আবার রোমান্টিক ধারায় ফিরেছেন রাফি। সোমবার (৩ ফেব্রুয়ারি) ছবিটির টিজার প্রকাশিত হয়েছে।
দেড় মিনিট দৈর্ঘ্যের টিজার বলছে ছবিটি হবে ত্রিভুজ প্রেমের। যেখানে সন্ত্রাসের কালো ছায়া এসে ভর করে। পুরো ছবির চিত্রায়ন হয়েছে ময়মনসিংহে। টিজারে অবশ্য তার কিছু ছোঁয়া পাওয়া গেছে। সুনিপুণভাবে তা ক্যামেরায় ধারণ করেছেন মিছিল সাহা।
পরিচালক রায়হান রাফি বলেন, ‘আমরা টানা ৩১ দিন ময়মনসিংহে শুটিং করেছি। এখন পোস্টের কাজ করছি। এখনও মুক্তির তারিখ ঠিক করিনি। এ মাসেই মুক্তির তারিখ ঘোষণা করবো।’
‘পরাণ’র চিত্রনাট্য করেছেন শাহ্জাহান শামীম। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা সাহা মিম ও ইয়াশ রোহান। প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।