Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ দিনের বিয়ে ভ্রমণ


৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৭

দুই সপ্তাহও পেরোলো না তাদের দাম্পত্যজীবনের। গত ২০ জানুয়ারি গোপনে বিয়ে সারেন কানাডিয়ান অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন এবং হলিউডের নামি প্রযোজক জন পিটার্স। তবে মাত্র ১২ দিন টিকেছে তাদের সেই বিয়ে জীবন।

পামেলা অ্যান্ডারসন নিজেই বিচ্ছেদের খবর জানিয়ে বলেছেন, তারা দুজন তাদের বিবাহিত সম্পর্ক বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ১২ দিন আগে বিয়ে করলেও পামেলা-পিটার্সের প্রেমের সম্পর্ক নতুন নয়। বিয়ের আগে পিটার জানিয়েছিলেন, আশির দশকের মাঝামাঝি সময়ে পামেলাকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। তখন ডেটও করতেন দুজন। তবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়নি তখন।

লম্বা অপেক্ষার পর দুজনের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ালেও সংসার টিকলো মাত্র ১২ দিন।

এই বিয়ে ছিল পামেলার পঞ্চম ও জন পিটার্সের দ্বিতীয় বিয়ে। হলিউডের বিখ্যাত টিভি সিরিজ বেওয়াচে অভিনয় করে মূলত জনপ্রিয়তা পান পামেলা।

১২ দিন জন পিটার্স পামেলা অ্যান্ডারসন বিচ্ছেদ বিয়ে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর