বিয়ে করলেন হৃদয় খান
২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০৩
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট ।।
বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করলেন সংগীতশিল্পী হৃদয় খান। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় হৃদয় খানের বিবাহোত্তর সংবর্ধনার।
হৃদয় খানের স্ত্রী হুমায়রা খান। গত বছরের ১০ সেপ্টেম্বর পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন এ সংগীতশিল্পী।
বৃহস্পতিবারের আয়োজনটি ছিল নবদম্পতির ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও বিনোদন জগতের মানুষদের নিয়ে। ছিলেন পরিবারের সদস্যরাও। এবার অনেক বড় করে আনুষ্ঠানিকতার কাজ সারলেন হৃদয়।
সারাবাংলা/পিএ