বলিউডে করোনাভাইরাস আতঙ্ক
১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৭ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০২
যদিও মুম্বাইয়ে এখন পর্যন্ত কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। তারপরও ব্যাপারটিকে হালকাভাবে নিচ্ছেন না বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। সম্প্রতি রণবীর কাপুর ও সানি লিওনকে বিমানবন্দরে মাস্ক পরিহিত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন। রণবীর কাপুরকে এই মাস্কের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, শীঘ্রই আপনাদের সবাইকে এই মাস্ক পড়তে হবে।
তবে শুধুমাত্র রণবীরই নন, বলিউড অভিনেত্রী সানি লিওনকে তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের সাথে মাস্ক পরিহিত অবস্থায় এয়ারপোর্টে দেখা গেছে। পরে তিনি তার ব্যক্তিগত ইনসটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ছবি শেয়ার করে লিখেছেন, ‘সেইফ ইজ দ্য নিউ কুল।’
পরে তারা ইনসটাগ্রাম কথোপকথনের এক পর্যায়ে বলেছেন, ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয়ের উচিত হবে সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা।