Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় সপ্তাহে ‘কাঠবিড়ালী’ আট হলে


৩১ জানুয়ারি ২০২০ ১৪:০৬

নবীন নির্মাতা নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’র মুক্তির তৃতীয় সপ্তাহ চলছে। নতুন সপ্তাহে ছবিটি চলছে আটটি সিনেমা হলে। এর মাঝে রয়েছে ঢাকা শহরের স্টার সিনেপ্লেক্সের সকল শাখা ও ব্লকবাস্টার সিনেমাস। এছাড়া চট্টগ্রামের সুগন্ধা, কক্সবাজারের স্কাই, পাবনার মৌচাক এবং ঢাকার বলাকায় চলবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে। এছাড়া খুব শিগগিরই ছবিটি দেশের বাইরের দর্শকদের দেখানো হবে।

বিজ্ঞাপন

‘কাঠবিড়ালী’র কাহিনি লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর। আরও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান।

ছবিটির শুটিং শুরু হয়েছিলো ২০১৭ সালের ২ মার্চ। বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে পরিচালক গত বছর ছবিটির শুটিং শেষ করেন।

‘চিলেকোঠা ফিল্মস’ প্রযোজিত ছবিটির গত ২৭ ডিসেম্বর পাবনার একটি গ্রামে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

অর্চিতা স্পর্শিয়া আসাদুজ্জামান আবীর এ. কে. আজাদ কাঠবিড়ালী তানজিনা রহমান তাসনিমুল তাজ নিয়ামুল মুক্তা শাহরিয়ার ফেরদৌস শিল্পী সরকার সাঈদ জামান হিন্দোল রায়

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর