Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ কোন আমির খান!


৩০ জানুয়ারি ২০২০ ১২:০৫

লম্বা দাড়ি-গোঁফে আমিরকে দেখে দেখে যারা ভেবে বসেছিলেন ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমিরকে বুঝি এভাবেই দেখা যাবে তাদের জন্য এবার নতুন খবর এবং ছবি। ছবিতে আমিরের আরেক লুক ফাঁস হয়েছে অর্ন্তজালে। পাপারাজ্জিদের তোলা সেই ছবিতে একেবারে ক্লিন সেভড হয়ে ধরা পড়েছেন আমির খান।

জানা গেছে, লাল সিং চাড্ডা ছবিতে যে কয়েকটি লুকে আমিরকে দেখা যাবে দাঁড়িওয়ালা আমিরের পর ক্লিন সেভড আরেকটি। আমির যে শুধু যে দাঁড়ি কামিয়েছেন তা না, তার হেয়ারস্টাইলেও এসেছে ব্যাপক পরিবর্তন।

বিজ্ঞাপন

জানা গেছে, এই নতুন লুকেই ছবির শুটিং করছেন আমির খান।

হলিউডের বিখ্যাত ছবি ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক ‘লাল সিং চাড্ডা’। ছবিতে টম হ্যাঙ্কসের করা চরিত্রে অভিনয় করছেন আমির খান। বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট কেমন করেন তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তার ভক্ত এবং মুভিপ্রেমিরা।

‘লাল সিং চাড্ডা’ চলতি বছরই মুক্তি পাবে। ছেবিটিকে ২০২০ সালের সম্ভাব্য বড় হিট হিসেবে ধরে রেখেছেন বলিউডের বক্স অফিস বিশেষজ্ঞরা।

আমির খান বলিউড লাল সিং চাড্ডা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর