Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাফির হাতে আরও এক ছবি


২৬ জানুয়ারি ২০২০ ১৫:১৫

‘পোড়ামন ২’ এর সফলতার পর রায়হান রাফিকে পরিচালক হিসেবে আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না। একের পর ছবির ঘোষণা দিচ্ছেন। তবে শুধু ঘোষণাতেই আটকেও থাকছেন না তিনি। শুটিংয়েও গড়াচ্ছে তা।

এবার জানা গেলো ‘জাত’ নামে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন রাফি। তবে চুক্তিবদ্ধ হলেও এখনই ছবির শুটিং করতে পারছেন না তিনি। হাতে থাকা অন্য ছবির কাজ শেষ করে ‘জাত’ ছবির শুটিং হবে চলতি বছরের শেষের দিকে।

ছবি সংশ্লিষ্ট একটি সূত্র সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছে। তবে রাফি সরাসরি স্বীকার না করলেও বলেছেন, ‘সম্প্রতি একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এই মুহুর্তে ছবির নাম বলতে চাইছি না। বর্তমানে প্রি-প্রডাকশনের কাজ চলছে। ইচ্ছে আছে এ বছরের নভেম্বর-ডিসেম্বরে শুটিং শুরু করার।’

সম্প্রতি আপনি অর্চিতা স্পর্শিয়ার সাথে ফেসবুকে ছবি দিয়েছেন। তাহলে কি ‘জাত’ এর নায়িকা হচ্ছেন তিনি?
এমন প্রশ্নে রাফি হেসে বললেন, ‘না স্পর্শিয়ার সাথে অন্য একটা কাজ নিয়ে কথা হচ্ছে। চূড়ান্ত হোক জানাবো। জাত ছবির গল্পই ঠিক হয়েছে, আর কিছু হয়নি।’

‘জাত’ ছবির প্রযোজক টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।

এদিকে রাফি জানালেন ‘পরাণ’ মুক্তি পাবে ভালোবাসা দিবসে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, মিম, শরিফুল রাজ।

অর্চিতা স্পর্শিয়া ইত্তেফাক জাত পরাণ রায়হান রাফি স্বপ্নবাজী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর