Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরাট-আনুশকার বিয়ে যন্ত্রণা


৮ ডিসেম্বর ২০১৭ ১৪:০৮ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৭ ১৪:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

যতই ‘না’ বলুক আনুশকা, কিছু তো একটা ঘটছেই। বিয়ে গুঞ্জন প্রথম থেকেই অস্বীকার করে আসছেন তিনি। অথচ বৃহস্পতিবার বলিউডের এই অভিনেত্রীকে দেখা গেছে মুম্বাই এয়ারপোর্টে। একা নয়, মা-বাবা-ভাইসহ। স্বপরিবারে যাচ্ছেন মিলান। গুঞ্জন আছে ইতালির মিলানে ৯, ১০ বা, ১১ ডিসেম্বরের মধ্যেই বিয়ে হবে ‘বিরুশকার’।

এয়ারপোর্টে পরিবারের সবাইকে নিয়ে ফটোসাংবাদিকদের খপ্পরে পড়েন আনুশকা। তখন তাদের সবাইকে খুব ‌তাড়াহুড়া করতে দেখা গেছে। ক্যামেরা ও সাংবাদিকদের দিয়ে ঘেরা থাকলেও মুখ খোলেননি কেউ। বাবা অজয় কুমার, মা অসিমা ও ভাই কার্নেসকে অনেক বড় বড় ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে।

বিজ্ঞাপন

জানা যায় ‘বিরুশকা’ ইতালিতে ছুটি কাটাতে যাবেন। সেখানেই দুই পরিবারের মানুষ তো থাকবেন, সঙ্গে আরো থাকবেন কাছের কিছু বন্ধুও। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি টাইমের জন্য রাখা হয়েছে মেকআপ আর্টিস্ট, এমনকি ভাড়া করা হয়েছে ওয়েডিং ফটোগ্রাফার। এত আয়োজন যেখানে, বিয়েকাণ্ড ঘটে যাওয়া অসম্ভব কিছু না। আনুশকা নিজেই কিছুদিন আগে বলেছিলেন, ‘বিয়ে তো করবই, তবে কবে করবো সেটা জানি না।’

তাই গুঞ্জন জমে ওঠে আরো। তবে সব সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন আনুশকার মুখপাত্রও।  ২০১৩ সালে একটি বিজ্ঞাপনে কাজ করার পর থেকে সম্পর্কে জড়ান দুই জগতের দুই সেলিব্রেটি। যা প্রকাশ পায় ২০১৫ সালে।

সারাবাংলা/পিএ/তুসা