Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা-ছেলে প্রথমবার


২৩ জানুয়ারি ২০২০ ১৩:২৫

বলিউডের তরুণ ও সফল অভিনেতাদের মধ্যে টাইগার শ্রফ একজন। জনপ্রিয় অভিনেতা বাবা জ্যাকি শ্রফের প্রভাব ছাড়াই নিজের যোগ্যতা দিয়ে জয় করেছেন বলিউড সিনেমা জগত। ‘হিরোপান্তি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে অভিষেক হওয়া এই অভিনেতা এখন ‘বাগী থ্রি’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটির শুটিং চলছে মুম্বাইয়ে।

জ্যাকি শ্রফের সঙ্গে ছেলে টাইগার শ্রফকে একই মঞ্চে দেখার প্রতীক্ষায় ছিল বলিউডের দর্শকরা। তাদের সেই আবদার এবার পূরণ হতে যাচ্ছে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় সিনেমাটির শুটিং শুরু হয়েছিল সাইবেরিয়ায়। সোমবার (২০ জানুয়ারি) থেকে মুম্বাইয়ে চলছে শুটিংয়ের কাজ।

বিজ্ঞাপন

জ্যাকি শ্রফ অভিনয় করবেন রিতেশ দেশমুখের বাবার চরিত্রে। ছবির নায়ক টাইগার শ্রফ ইতোমধ্যে তার চরিত্রের শুটিংয়ের কাজ সেরে ফেলেছেন। টানা ৪০ দিন সাইবেরিয়াতে থেকে শুটিং করেছিলেন তিনি।

আহমেদ খানের পরিচালনায় এই সিনেমায় দুর্দান্ত কিছু অ্যাকশনের দৃশ্য তুলে ধরা হয়েছে। জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফের মনোমুগ্ধকর অভিনয়ে নির্মিত এই ছবিটি দর্শকপ্রিয়তা লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন আহমেদ খান।

জ্যাকি শ্রফ টাইগার শ্রফ বাগী ৩

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর