এলো ‘গণ্ডি’র পোস্টার
২৩ জানুয়ারি ২০২০ ০৯:৩০ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ১১:২৬
অনলাইনে প্রকাশিত হয়েছে ‘গণ্ডি’র পোস্টার। পরিচালক ফাকরুল আরেফিন খান এটি ফেসবুকে শেয়ার করেন। ‘গণ্ডি’ তার দ্বিতীয় ছবি। তার প্রথম ছবি ছিল ‘ভুবন মাঝি’।
গণ্ডি সিনেমায় অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান এবং কলকাতার ‘ফেলুদা’খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
২০১৮ সালের ডিসেম্বরে লন্ডনে শুরু হয় ছবির শুটিং। একই বছরের মার্চ মাসে কক্সবাজারে হয় ছবির দ্বিতীয় ধাপের দৃশ্যধারণ। ছবির শুটিং শেষ হয় ২০১৯-এর সেপ্টেম্বরে।
ছবির কাহিনী এগোয় ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের গল্প নিয়ে। কিছুটা অবসরে থাকা এই বয়সে দুজন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার এবং আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসব বিষয় থাকবে সিনেমাটিতে।
অপর্ণা ঘোষ গণ্ডি ফাকরুল আরেফিন খান মাজনুন মিজান সব্যসাচী চক্রবর্তী সুবর্ণা মুস্তাফা