গৌড়ীয় নৃত্য নিয়ে এবার লন্ডনে র্যাচেল প্রিয়াংকা প্যারিস
২২ জানুয়ারি ২০২০ ১০:০০ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ১৩:৩৬
র্যাচেল প্রিয়াংকা প্যারিস – বাংলাদেশে গৌড়ীয় নৃত্যে একমাত্র আলোচিত একটি নাম। মাত্র তিন বছর বয়সেই নাচের জগতে যার হাতেখড়ি। আর এখন রীতিমতো নৃত্যশিল্পী। মূলত গৌড়ীয় নৃত্যে পুরোপুরি পারদর্শী তিনি। নিরলস কাজ যাচ্ছেন বাংলাদেশে এই নৃত্যের প্রসারে।
তারই ধারাবাহিকতায় গৌড়ীয় নৃত্য নিয়ে এবার আলোচনা করবেন লন্ডনের নামকরা একটি বিশ্ববিদ্যালয়ে। সোয়াস ইন্ডিয়ান ডান্স সোসাইটি’র আয়োজনে বুধবার (২২ জানুয়ারি) লন্ডনের ওলফসন লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।
বর্তমানে র্যাচেল প্রিয়াংকা প্যারিস অবস্থান করছেন লন্ডনেই। এই আয়োজন সম্পর্কে বললেন, ‘গৌড়ীয় নৃত্য আমারই সংস্কৃতির একটা নাচ। যেটাকে আধুনিকায়ন করেছেন আমার গুরু ড. মহুয়া মুখোপাধ্যায়। সোয়াস থেকে আমাকে আমন্ত্রন জানানো হয় এ বিষয়ে লেকচার দেয়ার জন্য। আমার নিজের একটা শাস্ত্রীয় নৃত্য নিয়ে কাজ করছি, আবার সেটাকে সবার সমনে তুলে ধরতে পারছি, এটা আমার জন্য অনেক আনন্দের। অনেক সম্মানিত বোধ করছি’।
ছবি- র্যাচেল প্রিয়াংকা প্যারিস’র ফেসবুক পেজ থেকে
গৌড়ীয় নৃত্য র্যাচেল প্রিয়াংকা প্যারিস সোয়াস ইন্ডিয়ান ডান্স সোসাইটি