Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার মঞ্চে নতুন নাটক


২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:১৪

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দুই যুগের পুরনো নাট্য সংগঠন নাট্যধারা। কলুষিত সব বাদ দিয়ে সাম্য-মৈত্রীর বন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। আর এ জন্য তারা হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে নাটককে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনটি মঞ্চে আনছে তাদের নতুন নাটক ‘চার্লি’। এটি তাদের ২৫তম প্রযোজনা। নাটকটি রচনা ও নির্দশনা দিয়েছেন লিটু সাখাওয়াত।

মঞ্চনাটকের চার্লি চলচ্চিত্রের মতোই। নাটকে তার দর্শনগত দিকটাতেই আলোকপাত করা হয়েছে। পুরো নাটকজুড়ে জীবনের মানে খুঁজেছেন চার্লি। জীবনের মানে খুঁজতে চার্লি সাহায্য নিয়েছেন সক্রেটিস, লালন এবং রবীন্দ্রনাথ।

নাটকের দৃশ্য, সংলাপে বোঝানোর চেষ্টা করা হয়েছে জীবনের মানে জানতে হলে জীবনকে বুঝতে হবে, জীবনের কাছে যেতে হবে, স্পর্শ করতে হবে জীবনকে।

শিল্পকলা একাডেমিতে শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটকের উদ্বোধনী শো। মার্চে ভারতের ত্রিপুরায়ও মঞ্চস্থ হবে নাটকটি।

সারাবাংলা/পিএ

 

চার্লি নাট্যধারা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর