Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিফের নতুন ইনিংস


১৭ জানুয়ারি ২০২০ ১৭:৩৯

সঙ্গীতশিল্পী আসিফ আকবরকে এবার তার ভক্তরা পেতে যাচ্ছেন লেখক হিসেবে। আসছে অমর একুশে বইমেলায় তার লেখা প্রথম বই প্রকাশিত হতে যাচ্ছে। ‘পোটকারা টু ম্যানহাটন’ শিরোনামের বইটি প্রকাশ করছে অন্যধারা প্রকাশনী।

সারাবাংলাকে আসিফ আকবর বলেন, ‘বিভিন্ন সময়ে আমার ফেসবুকে লেখা স্ট্যাটাসগুলো থেকে নির্বাচিত স্ট্যাটাস নিয়ে বইটি প্রকাশিত হচ্ছে। বইটি মূলত আমার বন্ধুবর লেখক সাদাত হোসাইনের উৎসাহে প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

আসিফ জানালেন, বইমেলার দ্বিতীয় সপ্তাহে বইটি প্রকাশিত হবে।

লেখক হিসেবে নিয়মিত হবেন কিনা? এমন প্রশ্নের জবাবে সিদ্ধান্তহীন আসিফ। বললেন, ‘আসলে বলতে পারছি না। তবে আমি নিয়মিত আমার শৈশব, কৈশোর, জীবনের বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে লিখে থাকি। ছোট ছোট সে লেখাগুলো অনেকটা গল্প আকারে লিখি। একটা মেসেজও থাকে সেসব লেখার মধ্যে। ওটা নিয়মিত লিখে যাবো’।

আর বই প্রকাশকে আসিফ দেখছেন আরো একটি নার্ভাস ইনিংস হিসেবে।

অমর একুশে বইমেলা আসিফ আকবর পোটকারা টু ম্যানহাটন সাদাত হোসাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর