এলো ‘কাঠবিড়ালী’র ট্রেলার
১৪ জানুয়ারি ২০২০ ১৬:০১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ১৩:০৬
অনলাইনে এসেছে নিয়ামুল মুক্তা পরিচালিত ছবি ‘কাঠবিড়ালী’র ট্রেলার। ২ মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে উঠে এসেছে দুজন তরুণ-তরুণীর প্রেম, রোমান্স। একই সাথে এতে ইঙ্গিত রয়েছে সে প্রেমে দুষ্ট লোকের আগমন বার্তা।
‘কাঠবিড়ালী’র সিনেমাটোগ্রাফি করেছেন আদিত্য মনির। ছবিটিতে দর্শক অসাধারণ কিছু ক্যামেরার মুন্সিয়ানা দেখতে পাবেন, তার ছাপ রয়েছে ট্রেলারটিতে। একই সাথে শ্রুতিমধুর গানও রয়েছে।
নিয়ামুল মুক্তার প্রথম ছবি ‘কাঠবিড়ালী’। এটি আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। পরিবেশনা সূত্রে জানা গেছে ২০টির মত হলে এটি চলবে।
‘কাঠবিড়ালী’র কাহিনি লিখেছেন পরিচালক নিজেই। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর। আরও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান প্রমুখ।
ছবিটির শুটিং শুরু হয়েছিলো ২০১৭ সালের ২ মার্চ। বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে পরিচালক গত বছর ছবিটির শুটিং শেষ করেন।
‘চিলেকোঠা ফিল্মস’ প্রযোজিত ছবিটির গত ২৭ ডিসেম্বর পাবনার একটি গ্রামে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
কাঠবিড়ালী ট্রেলার
অর্চিতা স্পর্শিয়া আসাদুজ্জামান আবীর এ. কে. আজাদ কাঠবিড়ালী তানজিনা রহমান নিয়ামুল মুক্তা শাহরিয়ার ফেরদৌস শিল্পী সরকার সাঈদ জামান হিন্দোল রায়