অক্ষয়-হৃত্বিক একসঙ্গে, একই পর্দায়
১৩ জানুয়ারি ২০২০ ১৯:২৯ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ২০:০১
বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন ও অক্ষয় কুমারের ক্যারিয়ারে সবচেয়ে রমরমা সময় যাচ্ছে বলা যায়। ২০১৯ সালে ভারতের সবচেয়ে জনপ্রিয় নায়ক এই দুইজন। গেল বছর ভারতীয় সিনেমা বাজারে সবচেয়ে বেশি চলেছে এই দুই মহাতারকার সিনেমা।
হৃত্বিক-অক্ষয়কে যদি একই সিনেমায় দেখা যায় তবে কেমন হবে? হ্যাঁ, এই প্রথমবারের মত হৃত্বিক-অক্ষয়কে দেখা যাবে একই প্রকল্পে। হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, পৌরাণিক গল্প নিয়ে নির্মিত বিগ বাজেটের নতুন একটি সিনেমায় একসঙ্গে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে এই দুই মহাতারকার। তবে সিনেমাটির নাম ও কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, এই সিনেমাটিতে আরও দেখা যাবে বাহুবলির রানা দগ্গুবাটিকে।
এদিকে ২০১৯ সালে ‘ওয়ার’ ও ‘সুপার থার্টি’ মুভি দিয়ে ভক্তদের বুঁদ করে এবার নতুন বছরে হৃত্বিককে দেখা যাবে ফারাহ খানের সিনেমা ‘সাত্তে পে সাত্তা’ মুভিতে। আর অক্ষয় কুমার এ বছরও একাধিক নতুন প্রকল্পের কাজ করছেন। জানা যায়, চলতি বছরে অক্ষয়ের হাতে আছে ‘লক্ষ্মী বম্ব’, ‘বেল বটম’, ‘সুরিয়াবংশী’ ও ‘বচ্চন পান্ডে’র মত বড় প্রকল্প।