নাট্যাচার্যের প্রয়াণ দিবস স্মরণ করবে ঢাকা থিয়েটার
১৩ জানুয়ারি ২০২০ ১১:০০ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ১১:১৬
বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে নাট্যাচার্য সেলিম আল দীনের প্রয়াণ দিবস। ১৪ জানুয়ারি অমৃতপথের যাত্রী এই শিল্পীর ১২তম তিরোধান দিবস। বাংলাদেশের শীর্ষস্থানীয় নাট্যদল ঢাকা থিয়েটার এই দিনটিকে স্মরণ করবে দিনব্যাপী নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টায় শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একডেমি থেকে বাসে করে নাট্যাচার্যের আমৃত্যু কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাত্রা করবেন নাট্যকর্মীরা। সেখানে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি পর্যন্ত অনুষ্ঠিত হবে স্মরণ শোভাযাত্রা। নাট্যাচার্যের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে সকাল সাড়ে ১০টায়।
একই দিন সন্ধ্যা ৭টায় ঢাকা থিয়েটারের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হবে সায়িক সিদ্দিকী’র রচনা ও নির্দেশনায় আহির বাংলা ঢাকা’র পরিবেশনায় নাটক ‘খোয়াবজানের পালা’।
ঢাকা থিয়েটার এই আয়োজনের প্রতিটি পর্বে সবার উপস্থিতি প্রত্যাশা করছে।