Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায়ক নন, তারা খলনায়ক


১০ জানুয়ারি ২০২০ ১৩:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহিত সুরির ‘এক ভিলেন ২’-এ জন আব্রাহাম ও অদিত্য রায় কাপুরের অভিনয় করবেন। সবাই ভেবেছিলেন তাদের মধ্য থেকে একজন নায়ক, আরেকজন খলনায়কের চরিত্রে অভিনয় করবেন। কিন্তু মোহিত সুরি নিজেই জানালেন, তাদের দুজনকে নায়ক না খলনায়ক হিসেবে দেখা যাবে। দুজনের চরিত্রই নেতিবাচক।

‘এক ভিলেন’ ছিলো খলনায়ক ও নায়কের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে। কিন্তু ‘এক ভিলেন ২’ হবে ভিলেনের সাথে ভিলেনের যুদ্ধ। এমনটাই ভাষ্য মোহিত সুরির।

মোহিত বর্তমানে নির্মাণ করছেন ‘মালাং’। এ ছবিতেও অভিনয় করছেন আদিত্য। সেখানে তার অভিনয় দেখেই তাকে কাস্ট করেন আদিত্য। এছাড়া জন আব্রাহামের প্রথম ছবিতে সহকারী পরিচালক ছিলেন মোহিত সুরী। তখন থেকে গড়ে উঠা বন্ধুত্বের উপর ভিত্তি করে তাকে ‘এক ভিলেন ২’-এ অভিনয়ের প্রস্তাব দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো