Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পাইমাস্টারের সত্য ঘটনায় সিনেমা বানাবেন করণ জোহর


৯ জানুয়ারি ২০২০ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিতিন গোখলের বিখ্যাত উপন্যাস ‘আর এন কাও: জেন্টেলমেন স্পাইমাস্টার’ এবার সিলভার স্ক্রিনে তুলে ধরার ঘোষণা দিয়েছেন বলিউডের তারকা প্রযোজক করণ জোহর। যৌথ প্রযোজনায় উপন্যাসটিকে সিলভার স্ক্রিনে তুলে ধরা হবে, এমন ঘোষণা এসেছে করণের টুইটার থেকে। রমেশ্বর নাথ কাও হচ্ছেন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর অত্যন্ত সফল একজন স্পাইমাস্টার।

করণ জোহর লিখেছেন, নিতিন গোখলের উপন্যাস ‘আর এন কাও: জেন্টেলমেন্ট স্পাইমাস্টার’ এবার সিলভার স্ক্রিনে। শীঘ্রই আরও খবর আসছে।

সিনামটি হবে ধর্ম প্রডাকশন ও স্টিল এন্ড স্টিল মিডিয়ার যৌথ প্রযোজনায়। ছবিটি স্পাইমাস্টার রমেশ্বর নাথ কাও এর জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে।

বিজ্ঞাপন

সদ্য বিদায়ী ২০১৯ সালে করণ জোহরের ধর্ম প্রডাকশন দারুণ কিছু সিনেমা উপহার দিয়েছে দর্শকদের। স্টুডেন্ট অব দ্য ইয়ার, কেসারি, গুড নিউজ-এর মত সিনেমা দিয়ে সফল বছর পার করেছেন করণ জোহর। ২০২০ সালেও এই ধারাবাহিকতা ধরে রাখতে নতুন প্রকল্পে হাত দিয়েছেন করণ।

বিজ্ঞাপন

আরো