Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঊনপঞ্চাশ বাতাস’ দীর্ঘসূত্রিতার কারণ


৮ জানুয়ারি ২০২০ ১৯:০৪ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ২০:৩৭

মাসুদ হাসান উজ্জ্বল নাট্যকার ও পরিচালক হিসেবে সুপরিচিত। বানিয়েছেন ‘ছায়াফেরী’, ‘যে জীবন ফড়িংয়ের’, ‘থতমত এই শহরে’, ‘অর্থহীন মানিপ্ল্যান্ট’, ‘কাগজ কার্বনের সম্মোহন’, ‘কালো বরফ জমাট অন্ধকার’, ‘ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ’, ‘অক্ষয় কোম্পানির জুতা’, ‘ফসিলের কান্না’। নাটক বানিয়ে হাত পাকানোর পর নির্মাণ শুরু করেছিলেন প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাজ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শারলিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ।

বিজ্ঞাপন

দীর্ঘ দুই বছর ধাপে ধাপে শুটিং শেষ করার পর ‘ঊনপঞ্চাশ বাতাস’ আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে জমা পড়তে যাচ্ছে। সারাবাংলাকে এমনটাই জানালেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল।

দীর্ঘসূত্রিতার দায়ভার নিজের কাঁধে নিলেন উজ্জ্বল। বললেন, ‘আমরা অনেক দিন ধরে শুটিং করেছি। গল্পের কারণে আমরা বিভিন্ন আবহাওয়ায় কাজ করেছি। এছাড়া ডাবিং ও পোস্ট প্রোডাকশনেও অনেকটা সময় নিয়েছি।’

দেরি হওয়ার পেছনে নিজের খুঁত খুঁতে স্বভাবকেও দায়ি করলেন তিনি। ‘আসলে যতক্ষণ না আমার মনে হয়েছে সবকিছু সুন্দর হয়েছে, ততক্ষণ আমি বারবার করেছি জিনিসগুলো।’

‘ঊনপঞ্চাশ বাতাস’র কিছু স্টিল ও একটি পোস্টার প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ দর্শকদের মধ্যে এগুলো বেশ আলোচিত হয়েছে। বাস্তবতা হচ্ছে, অনেক প্রত্যাশা সৃষ্টি করা ছবিগুলো পরিচালক-প্রযোজকরা হুট করে মুক্তি দিয়ে দেন। ঠিক-ঠাক প্রচারণা করেন না। যার কারণে অধিকাংশ দর্শক জানেনই না ছবিটি মুক্তি পেয়েছে।

অবশ্য সারাবাংলাকে উজ্জ্বল বেশ জোর গলায় বললেন, ‘ঊনপঞ্চাশ বাতাস’র ক্ষেত্রে এমনটা হবে না। তিনি বলেন, ‘সেন্সর ছাড়পত্রটা হাতে পেলে আমরা পদে পদে প্রচারণা করবো। কোন প্রকার বিক্ষিপ্ত প্রচারণা করবো না। সবাই আমাদের প্রচারণায় অবশ্যই নতুনত্ব পাবেন।’

উজ্জ্বল আরও বলেন, ‘আমি চাই আমার ছবি ব্যবসা করুক। প্রযোজক টাকা ফেরত পাক। যাদের জন্য বানিয়েছি তারা না দেখে পুরস্কার পেলাম, তা চাই না।’

আসছে ফেব্রুয়ারি মাসে নিজের প্রথম ছবি মুক্তি দেওয়ার ইচ্ছে মাসুদ হাসান উজ্জ্বলের। সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা ও সঙ্গীত পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজে। আসিফ হানিফের প্রযোজনায় নির্মাণ করেছে রেড অক্টোবর। নির্বাহী প্রযোজক সৈয়দা শাওন।

বিজ্ঞাপন

ইমতিয়াজ বর্ষণ ঊনপঞ্চাশ বাতাস মাসুদ হাসান উজ্জ্বল শারলিন ফারজানা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর