Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই কৌশিকের সঙ্গে জয়া


৭ জানুয়ারি ২০২০ ১৩:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিসর্জন’, ‘বিজয়া’তে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় অভিনয় করেছেন জয়া আহসান। ‘বিসর্জন’ জিতে নিয়েছিলো ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছবি দুটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছিলেন কৌশিক গাঙ্গুলি। তারা দুজন ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।

কৌশিক গাঙ্গুলির পরবর্তী পরিচালনা ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করবেন জয়া আহসান। সঙ্গে আরও আছেন চূর্ণী গাঙ্গুলী, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল। অভিনয়ের পাশাপাশি ছবিটিতে গাইতে পারেন অম্বরীশ।

পরিচালক সরাসরি মুখ না খুললেও জানা গেছে ‘অর্ধাঙ্গিনী’র গল্প দুজন নারীকে ঘিরে। জয়া অভিনয় করবেন কৌশিক সেনের স্ত্রীর ভূমিকায় আর চূর্ণী অভিনয় করবেন কৌশিকের প্রাক্তনের ভূমিকায়।

বিজ্ঞাপন

কৌশিক গাঙ্গুলি নিজে কৌশিক সেনের চরিত্রটি করার কথা ছিলো। শেষ পর্যন্ত নিজে না করে কৌশিক সেনকে নিয়েছেন। দুই কৌশিক এক সঙ্গে কাজ করেছিলেন ‘শূন্য এ বুকে’ ছবিতে।

বিজ্ঞাপন

আরো