Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাভের মুখ দেখছেন রানি


৬ জানুয়ারি ২০২০ ১৩:৩৪

‘মারদানি টু’ তে পুলিশ অবতারে এসেছেন রানি মুখার্জী। ছবিটি ওপেনিংয়ে বেশ ভালো করেছে। একই সাথে সমালোচক ও দর্শকদের কাছ থেকে প্রশংসাও কুড়িয়েছে। মুক্তির মাত্র সপ্তাহখানেকের মধ্যে ছবিটির বক্স অফিস কালেকশন প্রায় ৪৬ কোটি রুপি।

ভারতীয় বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন ‘মারদানি টু’ ইতোমধ্যেই লাভের ঘরে ঢুকে গেছে। আর লাভের অংক একেবারে কমও না। প্রায় ২৫ কোটি রুপি।

ছবিটি নির্মাণে ব্যয় হয়েছিলো ২০ কোটি রুপি। প্রচারনা বাবদ খরচ হয়েছে ৭ কোটি রুপি। আর আয়ের হিসাবে বক্স অফিস থেকে ৪৬ কোটি, দেশের বাইরে থেকে ১০ কোটি ৬২ লাখ; টিভি, স্যাটেলাইটেএবং অডিও কপিরাইটের ২৫ কোটি মিলিয়ে মোট আয় ৮১ কোটি ৬২ লাখ রুপী।
এই আয় থেকে বিভিন্ন পর্যায়ে শেয়ার মানি দেওয়ার পর ইয়াশ রাজ ফিল্মসের পকেটে নেট ঢুকবে ৫০ কোটি ৮৩ লাখ রুপি। অর্থাৎ লাভ দাঁড়াচ্ছে প্রায় ২৫ কোটি রুপি।

‘মারদানি টু’ পরিচালনা করেছেন গোপী পুথরান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রানী মুখার্জী ও বিশাল জেঠওয়া।

ইয়েশ রাজ ফিল্মস বলিউড মারদানি টু রানি মুখার্জি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর