Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজয় বললেন, আশা আছে…


৫ জানুয়ারি ২০২০ ১১:৫০

অজয় দেবগন অভিনীত সিংহাম চরিত্রটি বলিউডের অন্যতম সেরা পুলিশ চরিত্র হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। রোহিত শেঠী পরিচালিত ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির দুটি ছবি মুক্তি পেয়েছে। আর মাত্র দুটি ছবি দিয়েই বিশাল এক দর্শকগোষ্ঠী তৈরি করেছে ছবিটি।

কিন্তু যখন খবর প্রকাশ পায়, অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ ছবিটি হতে যাচ্ছে ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি তখন হতাশ হয়ে পড়েন তারা। তবে হতাশা পেরিয়ে নতুন খবর শোনালেন ছবির প্রথম দুই কিস্তির নায়ক অজয় দেবগন। ভক্তদের বললেন, হতাশ হওয়ার কিছু নেই। এখনও আশা আছে।

বিজ্ঞাপন

অজয় জানিয়েছেন, ‘সূর্যবংশী’ দিয়েই সিংহাম ফ্র্যাঞ্চাইজি শেষ হয়ে যাবে না। বরং সূর্যবংশীতে সিংহাম-থ্রি সম্পর্কে ক্লু দেওয়া হবে। যে সূত্র ধরে সিংহাম থ্রি নিয়ে ফিরবেন অজয় দেবগন। তবে কি সেই ক্লু তা জানতে দর্শকদের ‘সূর্যবংশ ‘ মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছে অজয়।

অজয়ের কথাতেই বোঝা যাচ্ছে  ‘সূর্যবংশী’ সিংহাম সিরিজের শেষ ছবি হচ্ছে না। তাছাড়া এই ছবিতে সিংহাম সিরিজের মূল নায়ক অজয় নেই। মূল চরিত্র করছেন অক্ষয় কুমার। তবে জানা গেছে ছবির একটি হাই ভোল্টেজ অ্যাকশন দৃশ্যে থাকবেন অজয় দেবগন। সাথে থাকবেন রণবীর সিং-ও। ধারণা করা হচ্ছে ‘সূর্যবংশী’ ছবির শেষ দিকের সেই হাইভোল্টেজ দৃশ্যেই ‘সিংহাম থ্রি’ সম্পর্কে ধারণা দেওয়া হবে।

সুতরাং অজয় এবং সিংহাম ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। ‘সিংহাম থ্রি’ নিয়ে সহসাই ফিরবেন অজয় দেবগন। এছাড়া রোহিত শেঠীর আরেক সিরিজ ‘গোলমাল ফাইভ’ এ ও কাজ করবেন অজয়।

অক্ষয় কুমার অজয় দেবগন বলিউড রোহিত শেঠী সিংহাম সিংহাম থ্রি