থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য এক মঞ্চে বন্যা-নচিকেতা
৪ জানুয়ারি ২০২০ ১৮:৪৮ | আপডেট: ৪ জানুয়ারি ২০২০ ১৮:৪৯
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে এক মঞ্চে গান গাইবেন খ্যাতিমান রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও কলকাতার জনপ্রিয় গায় গায়ক নচিকেতা। শনিবার (৪ জানুয়ারি) কলকাতার নজরুল মঞ্চে আয়োজনটি হবে। অনুষ্ঠানের আয়োজক ‘আলট্রাকেয়ার ইন্ডিয়া হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড’।
আয়োজকরা জানিয়েছেন, বিশেষ এই অনুষ্ঠানে কোনও প্রবেশ মূল্য থাকছে না। তবে ইচ্ছেমতো অনুদানের সুযোগ থাকছে।
আলট্রাকেয়ার নামের সংস্থাটি দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের দায়িত্ব নিয়ে আসছে। চলতি বছরও ১২ জন শিশুকে এককালীন ৫ হাজার টাকার অনুদান দেবে তারা। এই শিশুদের সারাজীবনের রক্ত ও চিকিৎসার দায়িত্ব নেবে সংস্থাটি।