Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫০ কোটির পথে ‘দাবাং থ্রি’


২ জানুয়ারি ২০২০ ১৭:২৩ | আপডেট: ২ জানুয়ারি ২০২০ ১৭:৩০

শুরুটা ভালো হলেও ভারতে চলমান ‘নাগরিকত্ব সংশোধন আইন’ বিরোধী আন্দোলনের প্রভাব পড়ে ‘দাবাং থ্রি’র ব্যবসায়। তবে মুক্তির তৃতীয় সপ্তাহে এসে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ছবিটি। মার্কেট এক্সপার্টরা বলছেন চলতি সপ্তাহে ছবিটি ২০ কোটি টাকা আয় করবে। সালমানের এর আগের ছবি ‘ভারত’ তৃতীয় সপ্তাহে ২৪ কোটি টাকা আয় করেছিলো।

বক্স অফিস ইন্ডিয়া বলছে, ‘দাবাং থ্রি’ নতুন বছরের প্রথম দিন আয় করেছে সাড়ে ৩ কোটি রুপী। যার ফলে ছবিটির আয় এখন পর্যন্ত দাঁড়িয়েছে ১৩২ কোটি ৫০ লাখ। আশা করা হচ্ছে সপ্তাহ শেষে ১৫০ কোটির ঘর পেরোতে পারবে সালমানের এই ছবি।

বিজ্ঞাপন

এদিকে অজয় দেবগন আর কাজল অভিনীত ‘তানহাজি- দ্য আনসাঙ্গ ওরিয়র’ মুক্তি পাবে আগামী ১০ জানুয়ারি। ধারণা করা হচ্ছে অজয় দেবগন আর কাজল মাঠে নামার আগ পর্যন্ত সিংগেল স্ক্রিনগুলোতে  ‘দাবাং থ্রি’ই রাজত্ব করবে।

‘দাবাং থ্রি’ পরিচালনা করেছেন প্রভুদেবা। ছবিতে ‘ভাইজান’ ব্রেক দিয়েছেন সাই মানজরেকারকে।

দাবাং থ্রি বক্স অফিস সালমান খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর