Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিবের সঙ্গেই থাকতে চান অপু


৭ ডিসেম্বর ২০১৭ ২২:০৭

স্টাফ করেসপন্ডেন্ট

‘আমার বাচ্চা আছে। সংসার কেন নষ্ট হবে? যেখানে আট বছর লুকিয়ে সংসার করার সৌভাগ্য আমার হয়েছে। আজকে কেন সন্তান নিয়ে সংসার করতে পারবো না?’- প্রশ্ন রেখেছেন অপু বিশ্বাস। শাকিব-অপুর বিচ্ছেদ ইস্যুতে কয়েকদিন আড়ালে থাকার পর বৃহস্পতিবার সারাবাংলার সঙ্গে কথা বলেন অপু। জানান, শাকিবের পাঠানো তালাকের নোটিশ তিনি পেয়েছেন। তবে এতোকিছুর পরও সব ভুলে সংসার করতে চান তিনি।

শাকিবের পাঠানো নোটিশে অপুর বিরুদ্ধে উল্লেখ করা অভিযোগও খন্ডন করেন বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকা। বলেন, ‘যে দুটো কথা শাকিব বলেছে আমার ভুল সম্পর্কে, সেটা ক্লিয়ার করে দিই এক কথায়। ওইদিন যে ঘটনাটা হয়েছিলো- পূজার কারণে দশদিনের জন্য মা বগুড়ায় যান। আমার দুর্ঘটনাটা তো হঠাৎ করে হয়ে গেছে, ফলে মাকে সেখান থেকে আনানোর সুযোগটা হয়ে ওঠেনি। আর শেলি আপা (যাকে অপুর বাসার কেয়ারটেকার হিসেবে দাবি করা হচ্ছে) আমার সঙ্গে যেতে চেয়েছিলেন। কিন্তু তার ভিসা ছিলো না। আর আমার বাচ্চা যেহেতু তখনও হাঁটা শেখেনি, তাকে ক্যারি করতে হতো সারা পথ, ওটা তখন আমার পক্ষে সম্ভব ছিলো না। ’

অপু জানান, চিকিৎসার জন্য তিনি কলকাতা নয়। গিয়েছিলেন শিলিগুড়িতে। সেখানেই শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়ের জন্ম। তবে আব্রামকে তিনি যার কাছে রেখে গিয়েছিলেন সে বাড়ির কেয়ারটেকার নয়। তাকে সংসারের খুব কাছের মানুষ হিসেবে দাবি করেন অপু।

অপুর বিরুদ্ধে শাকিবের দ্বিতীয় অভিযোগটি ছিলো ‘বয়ফ্রেন্ড’কেন্দ্রীক। চিত্রনায়ক বাপ্পীকে জড়িয়ে ছড়ানো গুজবগুলো সম্পর্কে তীব্র আপত্তি তোলেন অপু। বলেন, ‘এটি শুনে আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। বাপ্পী আমার খুবই শ্রদ্ধেয় ছোটভাই। তাকে আমি যথেষ্ট পরিমাণে আদর করি। সে আমাকে দিদি বলে ডাকে। না জেনে না বুঝে যে এ কথাটা উঠিয়েছে তার মানসিক ডাক্তার দেখানো উচিত।’

বিজ্ঞাপন

ছবি: নূর

সারাবাংলা/কেবিএন

অপু আব্রাম বিচ্ছেদ শাকিব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর