বরফে বরণ নতুন বছর
২৮ ডিসেম্বর ২০১৯ ১৭:২০ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ১৭:২১
নতুন বছর বরণ করে নিতে প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস দম্পতি ছুটি কাটাচ্ছেন ক্যালিফোর্নিয়ার বরফ ঢাকা পর্বতে। এর আগে অবশ্য দুজন বড়দিন পালন করেছেন পরিবারের সঙ্গে। এখন বছরের শেষ দিনগুলো কাটাচ্ছেন একান্তই নিজেদের মত করে। তাই বেছে নিয়েছেন ক্যালিফোর্নিয়ার ম্যামথ মাউন্টেনস নামের বরফ ঢাকা পর্বতকে।
এদিকে ভক্তদেরও আপডেট রাখছেন প্রিয়াংকা চোপড়া। নিজের ভক্তদের জন্য ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কিছু ছবি। একটি ছবিতে দেখা গেছে ম্যামথ মাউন্টেনসে স্নো বাইকে বসে আছেন তিনি। এছাড়া স্বামী নিকের হাত ধরে ক্যামেরার দিকে পিঠ দিয়ে আরেকটি ছবিও দিয়েছেন ইনস্টাগ্রামে।
দুটি ছবিতেই দুজন পরে আছেন মাথায় হেলমেট, গায়ে সাদা-কালো ট্র্যাকস্যুট আর পায়ে আছে স্নো বুট।