Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মঘাতী হলেন ভারতের টিভি তারকা কুশল পাঞ্জাবী


২৮ ডিসেম্বর ২০১৯ ১২:২১

আত্মহত্যা করেছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় তারকা কুশল পাঞ্জাবী। নিজের ফ্ল্যাট থেকে ৩৭ বছর বয়সি এই তারকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মুম্বাই পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন কুশল। তবে কি কারণে কুশল আত্মঘাতী হয়েছেন সে ব্যাপারে এখনো কিছু স্পষ্ট হয়নি।

স্বাভাবিকভাবেই কুশলের এই অনাকাংখিত মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা, নির্মাতা ফারহান আখতার কুশলের সঙ্গে কাজের স্মৃতি উল্লেখ করে টুইট করলেন- ‘কুশলের আত্মঘাতী হওয়ার পেয়ে মুষড়ে পড়েছি। আমার পরিচালনায় লক্ষ্য ছবিতে কাজ করেছে কুশল। দেখেছি শুটিং স্পষ্টে কিভাবে সবাইকে মাতিয়ে রাখতো সে।’

বিজ্ঞাপন

অভিনেতা জন আব্রাহাম কুশলের সঙ্গে নিজের এবং অভিনেতা আরশাদ ওয়ার্সির একটি ছবি পোস্ট করে লিখেছেন- হৃদয়বিদারক।

অভিনেতা কর্ণবীর বোহরা লেখেন, ‘আমি মর্মাহত। হতে পারে এখন যে জায়গায় তুমি রয়েছ তা অনেক বেশি সুখকর। কিন্তু এই শূন্যতা পূরণ হওয়ার নয়।’

গায়ক বাবা সেহগাল কুশলের আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমি ভাবতেই পারছি না যে কুশল আর নেই। সবসময় যেকোনও ঝুঁকি নিতে প্রস্তুত ছিল ও। বন্ধু নয় আমার ভাই ছিল সে। ভালো থেকো।’

ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘জোর কা ঝটকা’তে বিজয়ী হয়ে লাইমলাইটে আসেন কুশল। এরপর শুরু করেন টিভি সিরিয়ালে অভিনয়। সেখানেও জনপ্রিয়তা পান।
ফারহান আখতার পরিচালিত ‘লক্ষ্য’, করন জোহর পরিচালিত ‘কাল’ এবং ‘ধান ধা না ধান গোল’ ছবিতে অভিনয় করেছিলেন কুশল। ২০১৫তে ইউরোপিয়ান গার্লফ্রেন্ড অড্রে ডোলহেনকে বিয়ে করেন কুশল। তিন বছর বয়েসি একটি ছেলে সন্তান আছে তাদের।

বিজ্ঞাপন

আত্মঘাতী করণ জোহর কুশল পাঞ্জাবী জন আব্রাহাম টিভি তারকা ফারহান আখতার বলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর