‘মায়া’ চলবে ৮ সিনেমা হলে
২৬ ডিসেম্বর ২০১৯ ১৯:৩৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১৯:৪০
মাসুদ পথিক পরিচালিত ‘মায়া-দ্য লস্ট মাদার’ মুক্তি পাচ্ছে আগামীকাল ২৭ ডিসেম্বর। ছবিটি সারাদেশের ৮টি সিনেমা চলবে জানিয়েছেন পরিচালক।
সারাবাংলাকে মাসুদ পথিক বলেন, ‘আমরা আসলে আরও বেশি হলে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু এদেশের পরিবেশনা সিস্টেম তো জানেনই। আপাতত এ হলগুলোতে আমরা ভালোভাবে প্রচারণা চালাবো।’
‘মায়া’ চলবে ঢাকার বলাকা, ব্লকবাস্টার, শ্যামলীতে। এছাড়া চলবে নারায়নগঞ্জ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশালের সিনেমা হলে।
‘মায়া- দ্য লস্ট মাদার’র গল্প বর্তমান সময়ে একজন বীরাঙ্গনা, তার জীবন, সংসার ও অতীত নিয়ে। তার বড় সন্তান একজন যুদ্ধশিশু যে নিঁখোজ, মায়ের খোঁজে আছে সে।
সরকারী অনুদানে নির্মিত ছবিটির কাহিনি বিন্যাস করা হয়েছে শিল্পী শাহাবুদ্দীন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর কবিতা ‘যুদ্ধশিশু’ থেকে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, প্রাণ রা ও ভারতের মুমতাজ সরকার।
জ্যোতিকা জ্যোতি প্রাণ রায় মায়া মায়া-দ্য লস্ট মাদার মাসুদ পথিক মুমতাজ সরকার