Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রত্যন্ত গ্রামে ছবির প্রিমিয়ার!


২৬ ডিসেম্বর ২০১৯ ১৬:৫০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১৭:১৩

মানবিক সম্পর্কের অনেক চড়াই-উৎরাই থাকে। আর তা নিয়ে নবীন নির্মাতা নিয়ামুল মুক্তা বানিয়েছেন ‘কাঠবিড়ালি’। সম্প্রতি ছবিটি পেয়েছে সেন্সর ছাড়পত্র। ছাড়পত্র হাতে পেয়ে পরিচালক জানিয়েছিলেন খুব শিগগিরই ছবিটি মুক্তি দেবেন তারা।

তবে মুক্তির আগে নিয়ামুল মুক্তা এক অভিনব প্রিমিয়ার শোয়ের আয়োজন করেছেন। ফ্ল্যাশ লাইটের ঝলকানি, রেড কার্পেট, বিনোদন দুনিয়ার তারকায় ভরপুর অভিজাত কোনও সিনেমা হলে এ আয়োজন হচ্ছে না । অতি সাদামাটাভাবে শোটি হবে পাবনার এক প্রত্যন্ত গ্রামে।

বিজ্ঞাপন

পাবনার ভাঙ্গুরা উপজেলার গজারমারা গ্রামে নিয়ামুল মুক্তার বাড়ির পাশে রয়েছে বিশাল এক মাঠ। সেই মাঠে হবে তার প্রথম ছবি ‘কাঠবিড়ালি’র ওপেন এয়ার শো। যেখানে পুরো গ্রামের সবাই আমন্ত্রিত।

এ ধরণের ব্যতিক্রমী প্রিমিয়ার শো আয়োজনের কারণ হিসেবে পরিচালক নিয়ামুল মুক্তা বললেন গ্রামবাসীর ভালোবাসার প্রতিদানের কথা। তিনি বলেন, ‘গজারমারাতেই আমরা ছবিটির শুটিং করেছি। এখানকার সবাই আমাকে ছবিটি নির্মাণে এত বেশি পরিমাণে সহায়তা করেছে যে তার ঋণ আমি শোধ করতে পারবো না। তারা সবাই ছবিটিকে হৃদয়ে ধারণ করেন। তাদের সেই ভালোবাসার প্রতিদান হিসেবে এ বিশেষ শো। আমি মনে করি ছবিটি সবার আগে তাদের দেখানো উচিত।’

আগামীকাল শুক্রবার সন্ধ্যায় হবে এ শো। যেখানে প্রজেক্টর দিয়ে সহায়তা করছে জাজ মাল্টিমিডিয়া।

জানা গেছে, সেন্সর শোয়ের সময় ‘কাঠবিড়ালি’ পূর্ণ প্যানেলের প্রশংসা পেয়েছিলো। ছবিটি নিয়ে মুক্তার ইচ্ছে আছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার। তবে এর আগে দেশের দর্শকদের দেখাবেন। সিনেমা হলে ছবিটির আনুষ্ঠানিক মুক্তি আগামী ১৭ জানুয়ারি। মুক্তা জানিয়েছেন তারা ইতোমধ্যে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি থেকে ওই তারিখে মুক্তির জন্য অনুমতি পেয়েছেন।

বিজ্ঞাপন

‘কাঠবিড়ালি’র কাহিনি লিখেছেন পরিচালক নিজে। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর। আরও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান প্রমুখ।

ছবিটি প্রযোজনা করেছে চিলেকোঠা ফিল্মস।

অর্চিতা স্পর্শিয়া আসাদুজ্জামান আবীর এ. কে. আজাদ কাঠবিড়ালি তানজিনা রহমান তাসনিমুল তাজ নিয়ামুল মুক্তা শাহরিয়ার ফেরদৌস শিল্পী সরকার সাঈদ জামান হিন্দোল রায়

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর