Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারহান-ইভানার ‘বাজি’


২৬ ডিসেম্বর ২০১৯ ১৩:১৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৪

টেলিভিশনে জুটিবদ্ধ হয়ে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও পারশা ইভানা। তাদের দুজনের অভিনীত ধারাবাহিক ‘শোবার ঘর’ তো তুমুল জনপ্রিয়। এ জুটি স্বল্পদৈর্ঘ্য ‘বাজি’তেও একসাথে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন ‘বখাটে’খ্যাত স্বরাজ দেব।

ভালোবাসার সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। অনেকটা একটা বিল্ডিংয়ের দেয়ালের মত। এক দিকে আঘাত করলে অন্য দিকটাও ভেঙ্গে পড়ে। আর এ ভালোবাসা নিয়েই অনেকে বাজি ধরেন। যার ফল হয় ভয়াবহ। এরকমই একটি গল্পে ‘বাজি’।

বিজ্ঞাপন

স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন মুশফিক ফারহান, পারশা ইভানা ও রাজকুমারী রিয়া। এটি প্রযোজনা করেছে সিলভার স্ক্রিন।

১৪ মিনিট দৈর্ঘ্যের ‘বাজি’র শুটিং হয়েছে ঢাকার আশেপাশে।

স্বরাজ দেব বলছে্ন‌ ‘বখাটে’তে দর্শক যেমন সিয়াম ও টয়ার অভিনয় পছন্দ করেছে, ‘বাজি’তেও দর্শক ইভানা ও ফারহানের ক্ষেত্রে তাই করবেন। তিনি বলেন, ‘বখাটে’র মত ‘বাজি’ও সুন্দর একটি গল্প নির্মিত। আমি কখনও চাইনি দর্শকদের সাথে প্রতারণা করতে। তাই নির্মাণে কোন ছাড় দিইনি।

টয়া পারশা ইভানা বখাটে বাজি মুশফিক ফারহান সিয়াম আহমেদ স্বরাজ দেব

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর