Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রণবীর আউট প্রভাস ইন


২৫ ডিসেম্বর ২০১৯ ১৫:১৭

পরিচালক সন্দীপ রেড্ডি তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’ দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তুমুল জনপ্রিয় সেই ছবি বিজয় দেভেরাকান্দাকে সুপারস্টার বানিয়ে দেয়। যদিও ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ফ্লপ হয়েছিলো। তবে ‘কবির সিং’-এর ব্যবসায়িক সফলতা সন্দীপকে অন্য উচ্চতায় নিয়ে যায়। একের পর এক বড় তারকার সাথে ছবি হাতে আসতে থাকে তার।

কথা ছিলো সন্দীপের পরবর্তী ব্ল্যাক থ্রিলার ‘ডেভিল’-এ অভিনয় বলিউড স্টার রণবীর কাপুর। কিন্তু ইন্ডাস্ট্রিতে এই মুহুর্তে জোর গুঞ্জন, রণবীরের জায়গায় ‘বাহুবলী’ তারকা প্রভাসকে নিতে যাচ্ছেন সন্দীপ।

বিজ্ঞাপন

রণবীর কাপুরের জায়াগায় কেন প্রভাসকে নেওয়া হচ্ছে তার পেছনের কারণ অবশ্য জানা যায়নি। তবে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, প্রভাস নিজেও সন্দীপের প্রজেক্টে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। ‘মিরচি’ অভিনেতা ছবিটির কাহিনি ও চিত্রনাট্যে নাকি বেশ মুগ্ধ হয়েছেন।

প্রভাসকে সবশেষ দেখা গিয়েছিলো ‘সাহো’তে। বর্তমানে শুটিং করছেন ‘জান’র।

ডেভিল প্রভাস রনবীর কাপুর সন্দীপ রেড্ডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর