Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসাথে ফারহান-সালমান


২৫ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড ইন্ডাস্ট্রিতে সেলিম খান-জাভেদ আকতার জুটি বেশ বিখ্যাত। সত্তরের দশকে এ প্রযোজক-সুরকার জুটি একে একে উপহার দিয়েছেন ‘শোলে’, ‘জঞ্জির’, ‘ডন’-এর মতো ব্লকবাস্টার ছবি। কোন এক অজানা কারণে তাদের সে জুটি ভেঙ্গে গেছে। তাও ৩৭ বছর হয়েছে তারা দুজন আর কাজ করেননি একসাথে।

তাদের সন্তান সালমান খান ও ফারহান আকতার বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে লিড দিচ্ছেন। দুজনের মধ্যে সুসম্পর্ক থাকলেও একসাথে এখনও কাজ করে হয়ে উঠেনি। তবে এবার নাকি সে অচলায়তন ভাঙ্গতে যাচ্ছে। ফরহানের পরিচালনায় অভিনয় করবেন সালমান।

ভারতীয় গণমাধ্যম বলছে, সালমানের বাড়িতে ছবির প্রস্তাব নিয়ে গিয়েছেন ফারহান। যদিও এর আগেও দুটি ছবির প্রস্তাব দেওয়া হয়েছিলো ‘ভাইজান’কে। তখন ব্যাটে বলে না মিললেও এবার নাকি মিলে যেতে পারে।

বিজ্ঞাপন

ফরহানের প্রস্তাবিত ছবিটি বায়োপিক। এতে সালমান খানকে একজন ভারতীয় সীমান্ত রক্ষীর ভূমিকায় দেখা যাবে। পরিচালনার পাশাপাশি ছবিটির প্রযোজনা করছেন ফরহান। এ বিষয়ে অবশ্য দুজনের কেউ আনুষ্ঠানিক মুখ খুলেননি।

আপাতত সালমান খানের হাতে রয়েছে ‘রাধে’ ও ‘কিক টু’। অন্যদিকে ফরহান শুট করছেন ‘তুফান’-এর।

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো