Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে পপ সঙ্গীত নিয়ে ‘পপ টিউন’


২৪ ডিসেম্বর ২০১৯ ১৫:৫১

৫৫তম বর্ষপূর্তির লগ্নে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ২৫ ডিসেম্বর পালিত হবে বিশেষ এই দিন। বিটিভি’র বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানমালার।

তারমধ্যে একটি ‘পপ টিউন’। বিটিভির জন্ম লগ্ন থেকে এ যাবত কালের জনপ্রিয় পপ সংগীতগুলো নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। গান ও আড্ডায় মুখরিত অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন সুমন সাহা। মনিরুল হাসানের প্রযোজনায় ও ফোয়াদ নাসের বাবুর সংগীত পরিচালনায় পপ টিউন এ সংগীত পরিবেশন করেন ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর, কাজী হাবলু, নাসিম আলী খান, মেহরীন, রমা, লুমিন, সুমন, সুজন, আরিফ, সাব্বির ও রুমন।

বিজ্ঞাপন

প্রয়াত সংগীতশিল্পী আজম খান, পিলু মমতাজ, লাকী আখন্দ, হ্যাপী আখন্দ ও আইয়ুব বাচ্চুর গান সহ পপ সংগীতের জনপ্রিয় গানগুলো এ প্রজন্মের শিল্পীরা পরিবেশন করবেন। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিটিভি’র পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীস এষ।

‘পপ টিউন’ প্রচারিত হবে ২৫ ডিসেম্বর বিটিভির রাত ৮টার বাংলা সংবাদের পর।

পপ টিউন বাংলাদেশ টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর