Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বাঘিনীকেই পাচ্ছেন টাইগার


২৪ ডিসেম্বর ২০১৯ ১২:০৪

‘বাঘি’ এবং ‘বাঘি টু’ দুটো ছবিই পরপর সুপারহিট। ফলে বলিউডে যা হয় আরকি, অবধারিতভাবে বাঘি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিও আসবে। এবং তাই হচ্ছে। শোনা যাচ্ছে বাঘি ছবির পরিচালক তিন নম্বর সিক্যুয়ালের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন।

বাঘি সিরিজের প্রধান মুখ টাইগার শ্রফ। তার সঙ্গে প্রথম ছবিতে ছিলেন শ্রদ্ধা কাপুর। আর বাঘি টু তে টাইগারকে সঙ্গ দিয়েছেন দিশা পাটানি। যিনি তার বাস্তব জীবনের প্রেমিকাও ছিলেন। ছিলেন বলা হচ্ছে কারণ ইদানিং তাদের প্রেম নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। দুজনের প্রেমের সম্পর্ক আদৌ আছে কি নেই সে ব্যাপারে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

সে যাই হোক। প্রেমের দিকে না গিয়ে আমরা বরং ছবির দিকে যাই। শোনা যাচ্ছে, বাঘি থ্রি তে আগের দুই ছবির দুই নায়িকাই থাকছেন। শ্রদ্ধা কাপুরের নাম আগেই জানা গেছে এবং তিনি ছবির একটা বড় অংশের শুটিংও করে ফেলেছেন। এবার জানা গেলো দিশা পাটানিও যুক্ত হচ্ছেন ছবির সঙ্গে। বাঘি থ্রি’র অফিসিয়াল টুইটার পেজে ছবির নিমার্তা এমনটাই জানিয়েছেন।

সম্প্রতি ছবিরে একটা বড় অংশের শুটিং শেষ হয়েছে সার্বিয়ায়। সেখানে টাইগারের সঙ্গে শ্রদ্ধা এবং রিতেশ দেশমুখ অংশ নিয়েছেন। বাঘ্রি থ্রিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রিতেশ।

ওদিকে দিশা ব্যস্ত আছেন তার পরবর্তী ছবি ‘মালং’ এর শুটিংয়ে। ছবিতে তার বিপরীতে আছেন আদিত্য রায় কাপুর। ছবিতে অনিল কাপুর আর কুনাল খেমুকে পাচ্ছেন সহশিল্পী হিসেবে।

অনিল কাপুর টাইগার শ্রফ দিশা পাটানি বলিউড বাঘি থ্রি রিতেশ দেশমুখ শ্রদ্ধা কাপুর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর