Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিনেমায় আমার প্যাটার্নটা থাকবে’ প্রথম ছবি নিয়ে বললেন সাগর জাহান


২২ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৩

সাগর জাহান প্রায় বছর চারেক আগে তার প্রথম চলচ্চিত্র বানানোর ঘোষণা দিয়েছিলেন। তার পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘আরমান ভাই’কে নিয়েই সেটি হওয়ার কথা ছিলো। কিন্তু এখন পর্যন্ত প্রথম ছবির আর কোনও আপডেট নাই। ছবিটি কি আদৌ হবে নাকি অন্য কিছু বানাবেন তা নিয়ে সাগর জাহানের সঙ্গে কথা হয় সারাবাংলার।

‘চার বছর আগে যখন বলেছিলাম, তখনকার বাস্তবতা আর এখানকার বাস্তবতা এক না। তাই হয়তো আরমান ভাই নিয়ে এখনই কাজ করবো না। তবে অবশ্যই ভবিষ্যতে করার ইচ্ছে আছে।’

বিজ্ঞাপন

তবে ‘আরমান ভাই’ আপাতত না করলেও অন্য একটি গল্প নিয়ে ছবি বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। সাগর জাহান বলেন, ‘আসলে আগে বেশ কয়েকবার বলা হলেও এবার বলতে পারি বড় ধরনের কোন সমস্যা না হলে সিনেমাটা বানাবোই। ইতোমধ্যে চিত্রনাট্য লেখার কাজটা শেষ করে এনেছি। ঠিক কবে শুরু করবো তা বলতে পারছি না, তবে আগামী বছরই শুটিং করবো এটা নিশ্চিত।’

ঘোষণা দিয়েও দেরি, কেন? ‘বিষয়টি নিয়ে আমি একটু বিব্রত। এর পিছনে নানা কারণও আছে। তাছাড়া বাস্তবতটা ভিন্ন। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির পরিবেশটাও তো অতো ভালো না। সিনেমা হল বা অন্য ক্ষেত্রে যতটা উন্নতি হবার কথা তা হয়নি। সরকারও ওইভাবে খুব একটা এগোয়নি। ভালো ছবি চলার পরিবেশটাও তৈরি হতে হবে’—ব্যাখা দিলেন সাগর জাহান।

‘তবে এমন না পরিবেশ সৃষ্টির জন্য অপেক্ষা করে আছি। সাহস করে এবার নেমে পড়েছি। তবে সিনেমায় আমার প্যাটার্নটা থাকবে । এতে আমার নাটকের মত হাসি, আনন্দ থাকবে। একই সাথে সমাজের জন্য একটা মেসেজও থাকবে।’

সাগর জাহানের অধিকাংশ নাটকের অভিনয়শিল্পী ছিলেন মোশাররফ করিম ও জাহিদ হাসান। তারা কি তার ছবিতে থাকছেন? এমন প্রশ্নের উত্তর সরাসরি দেননি তিনি। বললেন, ‘মোশাররফ বা জাহিদ হাসান না শুধু এখানকার অপূর্ব, নিশো সবাইকে নিয়েই আমি কাজ করেছি। সত্যি কথা বলতে সিনেমার অভিনয়শিল্পী নিয়ে একটা চিন্তাভাবনা তো আছেই। কিন্তু আগে থেকে কোনও কিছু চূড়ান্ত না করেই কিছু বলতে চাই না।’

বিজ্ঞাপন

সাগর জাহান পরিচালিত প্রথম নাটক ‘দূরের মেঘ’। তার পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘আরমান ভাই’, ‘সিকান্দার বক্স’। এছাড়া তার কাহিনি ও চিত্রনাট্যে অসংখ্য নাটক প্রচারিত হয়েছে। বর্তমানে ঈদের জন্য বেশকিছু একক নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত আছেন তিনি।

আরমান ভাই জাহিদ হাসান দূরের মেঘ মোশাররফ করিম সাগর জাহান সিকান্দার বক্স

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর