১৪ হলে ‘গহীনের গান’
১৯ ডিসেম্বর ২০১৯ ১৮:২৬ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ২২:৪৭
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গান নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’। ২০ ডিসেম্বর শুক্রবার ছবিটি দেশের ১৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’ নির্মাণ করেছেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন।
‘গহীনের গান’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর নিজেই। আসিফের গাওয়া ৯টি গানের ওপর ছবিটি তৈরি হয়েছে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তমা মীর্জা, আমান রেজা, তানজিকা আমিন ও হাসান ইমাম।
প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে রাজধানীর বলাকা, শ্যামলী, ব্লকবাস্টার ও মধুমিতা সিনেমা হলে ছবির টিম দর্শকদের সঙ্গে ছবি দেখবে।
‘গহীনের গান’র জন্য গান লিখেছেন তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইন। সুর-সংগীত করেছেন তরুণ মুনসী ও পল্লব সান্যাল।
আমান রেজা আসিফ আকবর গহীনের গান তমা মীর্জা সাদাত হোসাইন সিনেমা