বানশালীকে ফেরালেন অজয়
১৭ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৬:৪১
অজয় দেবগনের কাছে সঞ্জয়লীলা বানশালী এর আগে ‘বাজিরাও মাস্তান’-এ অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তখন সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অজয়। এবার ‘বৈজু বাওরা’র ক্ষেত্রেও সঞ্জয়কে ফেরালেন তিনি।
আলিয়া ভাটকে নিয়ে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র শুটিং করার সময় বানশালী জানিয়েছিলেন ‘বৈজু বাওরা’-তে তানসেনের ভূমিকায় অভিনয় করবেন অজয় দেবগন। কিন্তু বাস্তবে সেটি হচ্ছে না।
তবে বানশালীর প্রস্তাব নাকচ করার কারণ নিয়ে সরাসরি মুখ খুলেননি অজয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, বাস্তবে একজন সাধারণ কৃষক বৈজু বাওরা কিংবদন্তি সংগীতশিল্পী তানসেনকে হারিয়ে দিয়েছিলেন। তারই গল্প উঠে এসেছে ছবিটিতে। তাই স্বাভাবিকভাবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চাননি অজয়।
এর আগে বৈজু বাওরা-কে নিয়ে একটি সুপারহিট ছবি মুক্তি পেয়েছিল বলিউডে ১৯৫২ সালে। সেই ছবিতে বৈজু বাওরার ভূমিকায় ছিলেন ভরত ভূষণ ও তাঁর প্রেমিকা গৌরীর ভূমিকায় ছিলেন মীনা কুমারী। বিজয় ভাট পরিচালিত সেই ছবিটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল সেই সময়। বিশেষ করে সেই ছবির গানগুলি বলিউড সঙ্গীতের ইতিহাসে চিরস্মরণীয়। ওই ছবির জন্যেই মীনা কুমারী জিতে নেন তার প্রথম ফিল্মফেয়ার পুরস্কার।
অজয় দেবগন ও সঞ্জয়লীলা বানশালী সবশেষ একসাথে কাজ করেছিলেন ১৯৯৯ সালে ‘হাম দিলকে চুকে সনম’-এ।