Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান খানকে হুমকির অভিযোগে গ্রেফতার কিশোর


১৬ ডিসেম্বর ২০১৯ ১৯:০৩

সালমান খানকে মিথ্যে হুমকির অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ।

মুম্বাই পুলিশ জানায়, গত ৪ ডিসেম্বর তাদের কাছে একটি ই-মেইল আসে৷ যেখানে সালমান খানের ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বোমা রয়েছে বলে জানানো হয়৷ শুধু তাই নয়, পুলিশকে চ্যালেঞ্জ করে ওই মেইলে হুমকি দিয়ে বলা হয়, আগামী ২ ঘণ্টার মধ্যে বোমাটি বিস্ফোরিত হবে৷ কারও ক্ষমতা থাকলে যেনো রুখে দেয়।

হুমকি পাওয়ার পুলিশ সালমানের বাড়ির কোনায় কোনায় তলাশি চালায়। কিন্তু কোথাও কোন সন্দেহজনক বস্তু মেলেনি৷ পুলিশ বুঝতে পারে খবরটি পুরোপুরি ভুয়া।

এরপর পরই খোঁজ করে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয় বছর অভিযুক্ত কিশোরকে৷

সালমন খান বর্তমানে ব্যস্ত দাবাং থ্রির প্রমোশনে। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন সোনাক্ষী সিনহা, কিচা সুদীপ এবং সাই মঞ্জরেকর৷

দাবাং থ্রি বলিউড সালমান খান হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর