Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় স্মরণে মঞ্চে ‘ত্রিংশ শতাব্দী’


১৬ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৮

মহান বিজয় দিবস স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদলের প্রযোজনা ত্রিংশ শতাব্দী’-র বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ১৭ই ডিসেম্বর সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে হবে বিশেষ এই শো। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী নাটক ত্রিংশ শতাব্দী’-র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ত্রিংশ শতাব্দী‘-র মূলকাহিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-ফিলিস্তিন, আফগানিস্থান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত-তিউনিশিয়া-ইয়ামেন-সিরিয়া-তুরস্ক-মিয়ানমার-গুলশানে বর্বর হামলা, নিউজিল্যান্ডের মসজিদে ও শ্রীলংকায় অমানবিক সন্ত্রাসী হামলা, ফেনীর নুসরাত হত্যা, বরগুনায় রিফাত হত্যা প্রভৃতি নানা প্রসঙ্গ।

বিজ্ঞাপন

প্রযোজনাটির উপস্থাপনায় প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক বাঙলা নাট্যরীতি

ত্রিংশ শতাব্দীপ্রযোজনার গ্রন্থিকেরা হলেন  জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, সামাদ ভূঞা, শিশির সিকদার, সুমাইয়া আক্তার, শাখাওয়াত শ্যামল, সোনালী রহমান, অর্ক অপু, অমর সরকার ও জাহিদ রিপন।

জাপানের প্রধান নাট্যোৎসব পৃথিবীখ্যাত ফেস্টিভ্যাল, টোকিও ২০১৮’, যুক্তরাজ্যের লন্ডনে ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব এ সিজন অব বাঙলা ড্রামা-২০১৫’, নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-তে এশিয়ার বৃহত্তম ও মর্যাদাপূর্ণ ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ভারত রঙ মহোৎসব-২০১৫সহ ভারতের নানা অনুষ্ঠানে আমন্ত্রিত প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয় ত্রিংশ শতাব্দী

বিজ্ঞাপন

প্রসঙ্গত, যুদ্ধ ও আণবিক অস্ত্রবিরোধী সচেতনতা তৈরিতে ১৮ বছর ধরে নিয়মিতভাবে হিরোশিমা দিবসপালনসহ ত্রিংশ শতাব্দী’-র মঞ্চায়ন করে আসছে স্বপ্নদল। পাশাপাশি স্বাধীনতা ও বিজয়ের মাসে দুটি বিশেষ প্রদর্শনী করে থাকে দলটি। সে ধারাবহিকতায় এ মঞ্চায়নটি অনুষ্ঠিত হচ্ছে।

ত্রিংশ শতাব্দী স্বপ্নদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর