Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবলীনা কন্ঠে ‘কড়ানাড়া রাত্রিটা’


১৪ ডিসেম্বর ২০১৯ ১৮:০৮ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ১২:০৬

শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রকাশিত হল গান ‘কড়ানাড়া রাত্রিটা’। সংগীতশিল্পী দেবলীনা সুর’র কন্ঠে গাওয়া এই গানটির কথা লিখেছেন অনুপ বড়ুয়া পিংকু এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের ইউটিউব, ফেসবুক সহ সকল ডিজিটাল মাধ্যমে গানটি প্রকাশিত হয়েছে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে।

গান সম্পর্কে শিল্পী দেবলীনা সুর বলেন ‘প্রথম যখন গীতিকার ও সুরকার আমায় গানটি শোনালেন তখন একটা অনুভূতি হয়েছিলো। গভীর শ্রদ্ধার জায়গা থেকে গাওয়ার পর গানটা চোখ বন্ধ করে যখন শুনছিলাম তখন আরেক অনুভূতি হয়েছে। মনে হচ্ছে যেনো আমি আমার পরিবারের কাউকেই হারিয়েছি। অসাধারন গানের কথা ও সুর। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে আমি আমার সর্বোচ্চটা গাইবার চেষ্টা করেছি। আশাকরি শ্রোতাদের ভালো লাগবে।’

দেবলীনা সুর শহীদ বুদ্ধিজীবী দিবস স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ