Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও আলোচনায় সালমান


১৩ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৭

মানবিক নানা কারণে অভিনয়ের বাইরে অনেকবার আলোচনায় এসেছেন সালমান খান। নতুন করে আলোচনার জন্ম দিলেন বলিউডের এ তারকা। নিজের মেকআপ আর্টিস্টের ছেলের বিয়েতে হাজির হয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে মেকআপ আর্টিস্ট রাজু নাগের ছেলে গৌরবের বিয়ের অনুষ্ঠান ছিলো। বোরিভলিতে সালমান যখন রাজু নাগের বাড়িতে হাজির হন, তখন উপস্থিত সবাই চমকে যান। ভক্তরা তাকে ঘিরে ধরেন। তুলতে থাকেন সেলফি। কিন্তু ‘ভাইজান’ একটুও বিরক্ত হননি। হাসি মুখে সবারই সাথে ছবি তুলেন।

বিজ্ঞাপন

সালমান অভিনীত পরবর্তী ছবি ‘দাবাং থ্রি’ মুক্তি পাচ্ছে আগামী ২০ ডিসেম্বর। এতে তার বিপরীতে আছে সোনাক্ষী সিনহা। আরও আছেন কিচা সুদীপ এবং সাই মঞ্জরেকর। এ ছবির মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে সাই মঞ্জরেকরের।

দাবাং থ্রি বলিউড সালমান খান সোনাক্ষী সিনহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর