Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সর পেলো ‘কাঠবিড়ালি’


১৩ ডিসেম্বর ২০১৯ ১২:৫৮ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৮

নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালি’ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ সপ্তাহে ছবিটির সেন্সর প্রদর্শনী হয়। সেখানে বোর্ড সদস্যরা ছবিটির প্রশংসা করেন এবং বিনা কর্তনে প্রদর্শনের অনুমতি দেন।

পরিচালক নিয়ামুল মুক্তা বলেন, ‘এ ছবি আমাদের স্বপ্নের ছবি। এতে যারা অভিনয় করেছেন কিংবা অন্যান্য বিভাগে তারা সবাই তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আমি আমার টিম মেম্বার ও একই সাথে সেন্সর বোর্ডের কাছে কৃতজ্ঞ।’

বিজ্ঞাপন

‘কাঠবিড়ালি’র কাহিনি লিখেছেন পরিচালক নিজে। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর। আরও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান প্রমুখ।

ছবিটির শুটিং শুরু হয়েছিলো ২০১৭ সালের ২ মার্চ। বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে পরিচালক এ বছর ছবিটির শুটিং শেষ করেন।

‘চিলেকোঠা ফিল্মস’র ব্যানারে নির্মিত ছবিটি আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানালেন পরিচালক।

অর্চিতা স্পর্শিয়া আসাদুজ্জামান আবীর কাঠবিড়ালি নিয়ামুল মুক্তা সাঈদ জামান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর