Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দাবাং থ্রি’র পোস্টারে নতুন সালমান


১০ ডিসেম্বর ২০১৯ ১৪:২০

খালি গায়ে সিক্স প্যাক বডিতে রাগান্বিত লুক—‘এমনভাবেই সালমান খানকে দেখা গেলো ‘দাবাং থ্রি’র নতুন পোস্টারে। নতুন এই ছবিটি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ছবির অন্যতম নায়িকা সাই মানজেকার, যিনি কিনা ছবিটি দিয়ে তার বলিউড ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন।

‘দাবাং থ্রি’তে দক্ষিণী তারকা কিচ্চা সুদীপের মুখোমুখি হবেন সালমান খান। পুলিশ অফিসার চুলবুল পান্ডে রূপে দেখা যাবে তাকে। পোস্টারের ব্যবহৃত ছবিটি ছবির ক্লাইমেক্সের একটি দৃশ্যের।

বিজ্ঞাপন

প্রভুদেবা পরিচালিত ‘দাবাং থ্রি’ মুক্তি পাবে ২০ ডিসেম্বর। এতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। যিনি ফ্রাঞ্চাইজিটির আগের পর্বগুলোতেও ছিলেন।

জানা গেছে ‘দাবাং থ্রি’র ক্লাইমেক্সের শুটিং হয়েছে টানা তিন সপ্তাহ। সালমান খানের ভক্তরা আশা করছেন তারা আবারও ভাইজানের জমজমাট অ্যাকশন দেখতে পাবেন।

দাবাং থ্রি বলিউড সালমান খান সোনাক্ষী সিনহা

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর