Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কন্যার বাবা হলেন কপিল শর্মা


১০ ডিসেম্বর ২০১৯ ১২:০০

বাবা হলেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। তার স্ত্রী গিনি ছত্র ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কপিল নিজেই এই খবর জানিয়েছেন।

টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘কন্যা সন্তানের পিতা হলাম। আপনাদের শুভকামনা চাই। সবাইকে ভালোবাসা। জয় মাতা দি।’

কপিলের এই ঘোষণার পর কপিল আর তার স্ত্রীকে অভিনন্দন জানানোর বন্যা শুরু হয়েছে। সাধারন ভক্ত থেকে শুরু করে বলিউড সেলিব্রেটি সবাই শুভেচ্ছা জানাচ্ছেন কপিল আর তার স্ত্রীকে। বাদ যাচ্ছেন না রাজনীতিবিদরাও।
জনপ্রিয় পাঞ্জাবী শিল্পী গুরু রাঁধওয়া লিখেছেন, ‘অভিনন্দন পাজি। আমি এখন সরকারিভাবে চাচা হলাম।’

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাদু টুইট করেছেন, ‘মিষ্টি কন্যার বাবা-মাকে উষ্ণ অভিনন্দন।

২০১৮ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন কপিল-জিন্নি। আর এ বছরের জুলাইয়ে এক সাক্ষাতকারে কপিল জানিয়েছিলেন তিনি আর তার স্ত্রী তাদের প্রথম সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কন্যা কপিল শর্মা কমেডিয়ান গিনি ছত্র পিতা বলিউড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর