জিটিভি তে বিপিএল-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
৭ ডিসেম্বর ২০১৯ ১৭:৩০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৮
৮ ডিসেম্বর (রবিবার) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল- এর উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যা ৫টা থেকে শুরু হবে বর্ণাঢ্য আয়োজনে সাজানো এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান। দেশের জনপ্রিয় বেসরকারি চ্যানেল জিটিভি জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড মেগাস্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। এছাড়া সঙ্গীত পরিবেশন করবেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সনু নিগাম, কৈলাশ খের। দেশের তারকাদের মধ্যে থাকবে ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং নগর বাউল জেমসের পরিবেশনা।
বঙ্গবন্ধু বিপিএল-এর মাঠের লড়াই শুরু হবে ১১ ডিসেম্বর থেকে। আসরের প্রতিটি ম্যাচ জিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
ক্যাটরিনা কাইফ জিটিভি জেমস টপ নিউজ বঙ্গবন্ধু dবিপিএল মমতাজ সনু নিগাম সালমান খান